অড়হর গাছ

অড়হর পাতার ঔষধি গুণ ও উপকারিতা। অড়হর গাছ পাতা পাবেন ভেষজ বাড়ি। প্রি-অর্ডারের ভিত্তিতে অড়হর ডাল পাবেন। অড়হর একটি গুল্মজাতীয় উদ্ভিদ। গাছ শক্ত হলেও শাখা-প্রশাখা নরম। প্রতিটি বৃন্তে তিনটি করে পাতা থাকে। পাতাগুলি পাঁচ থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত লম্বা ও এক থেকে দেড় সেন্টিমিটার চওড়া হয়। আয়ুর্বেদে এর মূল, পাতা ও বীজ নানাপ্রকার ঔষধরূপে ব্যবহার করা হয়ে আসছে। গুণাগুণ জানুন- *অড়হর পাতা রস করে অল্প গরম করে সকাল বিকাল খেলে উপকার মেলে। *জিভে ঘা হলে অড়হর পাতা থেঁতো করে আস্তে আস্তে চিবিয়ে খেলে ক্ষত ভালো হয়। *অড়হর পাতার রস হালকা গরম করে সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকে। *অরুচিতে অড়হর ডালের জুস করে আদা,মরিচ, বাটা দিয়ে সাঁতলে নিয়ে একটু লবন মিশিয়ে কয়েকবার খেলে অরুচি ভাব কমে যায়। *জন্ডিস হলে অড়হর পাতার দুই চা চামচ রসের সাথে লবন দিয়ে খেলে উপকার মেলে। *হাতে পায়ে জ্বালা হলে, অড়হর পাতার রস হাতে পায়ে মেখে ঘণ্টা খানেক পর ধুয়ে ফেললে উপকার মেলে। *কাশি হলে অড়হর পাতার রস গরম করে মধুর সংগে মিশিয়ে দুই চামচ করে সকাল বিকাল খেলে উপকার পাওয়া যায়। সৌজন্যে: ভেষজ বাড়ি
Older Posts Older Posts

Comments

Post a Comment